Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল রথের পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির সন্ধান পেতে গাইড ম্যাপ উদ্বোধন

দীপক পন্ডা-- *মহিষাদল রথের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার বিকেলে । এদিন মহিষাদলের রথযাত্রা উপলক্ষ্যে একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে, যা রথের পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির সন্ধান দেবে। এই ম্যাপটি পুলিশ ও প্রশ…

 


দীপক পন্ডা-- *মহিষাদল রথের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার বিকেলে । এদিন মহিষাদলের রথযাত্রা উপলক্ষ্যে একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে, যা রথের পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির সন্ধান দেবে। এই ম্যাপটি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যাতে সবাই সহজে রথযাত্রা উপভোগ করতে পারে। হুগলির মাহেশের পরেই উঠে আসে এই রথের নাম। রথকে কেন্দ্র করে এলাকায় চলে একমাস ধরে মেলা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও।২৪৯ বছরে পা দিল ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। প্রাচীন রীতিনীতি মেনে আয়োজন করা হয়েছে রথের। শুক্রবার বিকেলে রথ পরিচালন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ বৈঠক ও গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তথা রথ পরিচালন কমিটির সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদলের বিডিও বরুনাশিস সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস,মানস পন্ডা , জেলা পুলিশের ডিএসপি(ডিইবি) শান্তব্রত চন্দ, মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। রথকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মহিষাদলে। তাই নিরাপত্তা ব্যবস্থা সহ রথের যাবতীয় বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। রথের ভিড়ে পথ খুঁজে পেতে এবং রথের যাত্রাপথ অনুসরণ করতে এই গাইড ম্যাপ খুবই উপযোগী হবে।

No comments