গত 21 ও 22শে জুন হলদিয়ার ব্রজলালচক জয়গুরু যোগা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগা দিবস সাড়ম্বরে পালিত হলো ।সেই সঙ্গে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল ।এছাড়া গত ৭ই জুন ইউনিভার্সাল যোগ স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে ন্যাশনা…
গত 21 ও 22শে জুন হলদিয়ার ব্রজলালচক জয়গুরু যোগা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগা দিবস সাড়ম্বরে পালিত হলো ।সেই সঙ্গে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল ।এছাড়া গত ৭ই জুন ইউনিভার্সাল যোগ স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে ন্যাশনাল যোগা কম্পিটিশনে স্থানাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হলো । যোগা মেধা অন্বেষণের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল ।এই দুদিন ব্যাপী যোগা নিয়ে বিভিন্ন আলোচনা ও যোগ নৃত্য প্রদর্শন অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন সুকুমার মাইতি,দিলীপ বেরা, জয়ন্ত মাজী,স্বপন পাল, প্রশান্ত প্রামাণিক বিশিষ্ট ব্যক্তিগণ।
No comments