Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরেই দীঘায় প্রথম ঘুরতে চলেছে জগন্নাথের চাকা,যার সাক্ষী থাকবে লক্ষাধিক পূণ্যার্থী

সংবাদদাতা দীপক পন্ডা---অন্তরে একরাশ ভক্তি নিয়েই  প্রতিদিন জগন্নাথ মন্দিরে প্রতিদিন ছুটে চলেছেন লক্ষাধিক পূণ্যার্থী।সবার আশা শুক্রবার প্রথমবারের জন্য গড়াবে দিঘার জগন্নাথ দেবের রথযাত্রা। যার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বিকেল থেকেই…

 


সংবাদদাতা দীপক পন্ডা---অন্তরে একরাশ ভক্তি নিয়েই  প্রতিদিন জগন্নাথ মন্দিরে প্রতিদিন ছুটে চলেছেন লক্ষাধিক পূণ্যার্থী।সবার আশা শুক্রবার প্রথমবারের জন্য গড়াবে দিঘার জগন্নাথ দেবের রথযাত্রা। যার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বিকেল থেকেই দিঘায় এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।ইতিমধ্যেই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন দীঘায়।বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের লেদ পুজো ও বৃহস্পতিবার দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা ।

 



দীঘা যাবার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্তের ছবি

মন্দিরের সামনের চৈতন্যদ্বার ও মাসীবাড়ি যাওয়ার রাস্তার মূল গেটের কাজও যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ করা হয়েছে। সেই সঙ্গে দিঘা জুড়ে আলোকমালায় সাজিয়ে তোলার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।নানাবিধ বিতর্কে জড়িয়েছে দিঘার জগন্নাথ মন্দির। একদিকে রাজ্য সরকারের কোষাগারের অর্থে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ থেকে শুরু করে ‘জগন্নাথ ধাম’ নামকরণ করা, কর্মী নিয়োগ থেকে সাম্প্রতিক রাজ্যবাসীর বাড়ি বাড়ি বিলি করা জগন্নাথ দেবের প্রসাদ তৈরি ঘিরে নানাবিধ বিতর্ক উস্কে দিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সাধারণ মানুষ এসবের পরোয়া করেন না। শিল্পের অসামান্য নিদর্শন চাক্ষুষ দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ আম জনতা।

No comments