Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দিঘায় প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো ,স্নান করিয়ে,জমকালো ৫৬ ভোগের নিবেদন

সংবাদদাতা দীপক পন্ডা----আজ, বৃহস্পতিবার থেকেই আবার জগন্নাথকে দেখতে পাবেন ভক্তরা। ফুলের মালা দিয়ে সজ্জিত নবসাজে দেখা দেবেন প্রভু। দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, আজ, সকাল ৮টার সময়ে খুলে দেওয়া হবে। তার পরেই মন্দিরে ভক্তদের প্রবেশ কর…

 


সংবাদদাতা দীপক পন্ডা----আজ, বৃহস্পতিবার থেকেই আবার জগন্নাথকে দেখতে পাবেন ভক্তরা। ফুলের মালা দিয়ে সজ্জিত নবসাজে দেখা দেবেন প্রভু। দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, আজ, সকাল ৮টার সময়ে খুলে দেওয়া হবে। তার পরেই মন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে।

  স্নানযাত্রার পর ১৫ দিন ‘অনসরে’ ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ ছিল জগন্নাথ মন্দিরের।এবার ভক্তদের দেখা দেবেন ।মন্দির কমিটি জানিয়েছে, এ দিন সকাল সকাল প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো ,স্নান করিয়ে নতুন করে সাজিয়ে তোলা হবে। সকাল ৭ টার সময় পূজার্চনার পর খাওয়ানো হবে প্রাতরাশ। বহুদিন পর প্রভু খাবেন। তাই জমকালো ভাবে করা হবে ৫৬ ভোগের আয়োজন।তারপর চলবে পূজার্চনা।

জগন্নাথ মন্দিরের কোন গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে জেনে নেন ।দিঘার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মন্দিরের মূল গেট বা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। জগন্নাথ দর্শন করার পরে ৬ নম্বর গেট দিয়ে তাঁরা বাইরে আসবেন । আজ সকালে হবে নেত্র উৎসব। বিকালে হবে জগন্নাথের রশ্মি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

No comments