প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার সুবোধপুর গ্রামের ঘটনা। গৃহবধূ মহিলা ও প্রেমিক যুবকের মৃতদেহ একই শাড়ির দুই প্রান্তে ঝুলছিল সুবোধপুর শ্মশানের একটি বাবলা…
প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার সুবোধপুর গ্রামের ঘটনা। গৃহবধূ মহিলা ও প্রেমিক যুবকের মৃতদেহ একই শাড়ির দুই প্রান্তে ঝুলছিল সুবোধপুর শ্মশানের একটি বাবলা গাছ থেকে। মৃত মহিলার নাম সোনামনি প্রধান। স্বামীর বাড়ি খাগা। তবে বাবার বাড়ি বাবিয়া গ্রাম থেকেই গত রাতে নিখোঁজ হয় গৃহবধূ। গৃহবধূর তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
অপর দিকে মৃত যুবকের নাম প্রশান্ত সামন্ত। বাড়ি পশ্চিম ঘোষপুর । গ্রামগুলি পাশাপাশি অবস্থিত। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। ওবে, এটি আত্মহত্যার ঘটনা নাকি দুজনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে মহিলার শ্বশুর বাড়ির লোকজন তার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। ।

No comments