একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রীতিমতো শোরগোল পড়েছে। কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। তিনি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছেন দিলীপবাবু…
একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রীতিমতো শোরগোল পড়েছে। কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। তিনি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছেন দিলীপবাবু। অডিও ক্লিপে (সমাজ দর্পণ সত্যতা যাচাই করেনি) এক মহিলার সঙ্গে কথোপকথনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অডিও ক্লিপে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহিলার সঙ্গে কথোপকথনে বলছেন, “পুরো নির্বাচনে যাতে কাউন্সিলর চারজন টিকিট না পান। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুল।’’ পরবর্তী কথোপকথনে ‘পুরসভার কর্মী ও পৌর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে শেষ করে দিতে’ পদক্ষেপ নেওয়ার কথা শোনা যায়৷ যদিও ওই অডিও ক্লিপটি সত্যতা যাচাই করা সম্ভব হয়ে উঠেন।
বস্তুত, ১০৮টি পুরসভার ভোট হলেও আদতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকের জেরে কাঁথি হয়ে উঠেছিল হটস্পট৷ কারণ, চার দশক ধরে এই পুরসভায় রীতিমতো ‘রাজ’ করেছে অধিকারী পরিবার৷ পর্যায়ক্রমে পুরসভার চেয়ারম্যান হয়েছেন শিশির-শুভেন্দু-সৌমেন্দু অধিকারী৷ এবারে সেই অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দুও টিকিট পাননি দল থেকে৷ তবু কাঁথি কার দখলে থাকে, তা নজরে ছিল রাজ্য রাজনীতির কারবারীদের৷ ফল প্রকাশ হতে দেখা যায়, চার দশকের পাট চুকিয়ে কাঁথি আস্থা রেখেছে তৃণমূলেই৷
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাঁথি পুরসভার একাধিক দুর্নীতি নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। সেখানে নাম জড়িয়েছে কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের নাম। কাঁথি পুরসভায় এলইডি লাইট বসানো নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলা তদন্তের স্বার্থে তদন্ত কমিটি বসেছিল পুরসভার। যদিও সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। তারই মাঝে এই ভাইরাল অডিও ক্লিপকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাঁথির রাজনীতিতে৷ যদিও এবিষয়ে দিলীপবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

No comments