Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পেট্রল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, প্রতিবাদে মহিষাদলে অবস্থান বিক্ষোভ তৃণমূলের !

 


পূর্বমেদিনীপুর.ইন : সেঞ্চুরি পার করেও থামছে না পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি। সেই সঙ্গে রান্নার গ্যাসের দামেও গৃহস্থের হেঁসেলে রীতিমতো ত্রাহি ত্রাহি অবস্থা। একদিকে করোনার জেরে মানুষের রোজগার তলানিতে, তার ওপর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ। এরই প্রতিবাদে শনিবার মহিষাদলে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।

এদিন মহিষাদলের সিনেমামোড় সংলগ্ন ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এই কর্মসূচী পালন করে তৃণমূল। বিক্ষোভে অংশ নেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিলা সভানেত্রী শিউলি দাস, ,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মাইতি, সহ-সভাপতি সুরেন্দ্র মান্না, ব্লকের সহ-সভাপতি অরুণ কুমার দিন্দা ছাড়াও উপস্থিত রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান।

প্রসঙ্গতঃ গত বছর করোনার প্রথম ঢেউয়ে একটানা লকডাউনে মানুষের পকেটে চূড়ান্ত টান পড়লেও জ্বালানি তেলের ও রান্নার গ্যাসের দাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যও অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছে সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরই।

এবার ভোজ্য তেল, ডাল, মশলা, মাংস, ডিম, সবজি সবকিছুর দাম রেকর্ড ছাপিয়েছে বেশ কয়েকমাস যাবৎ। রাজ্য সরকার বাস চলাচলে ছাড় দিলেও এখনও পর্যন্ত বহু বাস পথে নামতে সাহস পাচ্ছে না। ভাড়া বাড়ানোর দাবীতে রীতিমতো দড়ি টানাটানি চলছে রাজ্য সরকারের সঙ্গে। এই পরিস্থিতির দ্রুত বদল না হলে সাধারণ মানুষের নাভিশ্বাস আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

1 comment