এসআইআর(SIR) নিয়ে জরুরী বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন ।এস আই আর নিয়ে বাংলায় প্রস্তুতি তুঙ্গে ।কালীপুজোর আগেই শুরু হতে চলেছে এসআইআর ।মূলত তিন জেলা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার বি এল ও দের নিয়ে বৈঠক ।মোট ৫০০ জন বি এল ও কে …
এসআইআর(SIR) নিয়ে জরুরী বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন ।এস আই আর নিয়ে বাংলায় প্রস্তুতি তুঙ্গে ।কালীপুজোর আগেই শুরু হতে চলেছে এসআইআর ।মূলত তিন জেলা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার বি এল ও দের নিয়ে বৈঠক ।মোট ৫০০ জন বি এল ও কে নিয়ে কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশন ।কোলাঘাট বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক জেলা পুলিশ সুপার ।বুধবার সন্ধেয় তমলুকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়াটিকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু। তিনি মনে করেন, এই প্রক্রিয়া গণতন্ত্রের স্বার্থে অপরিহার্য। শুভেন্দুর কথায়, ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাওয়ার কথা। মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, এই প্রক্রিয়া চলার ফলে কোনও ভারতীয় নাগরিক, সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন, তাঁর নাম বাদ যাবে না।শুভেন্দুর অভিযোগ, কিছু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বিবাহসূত্রে এ দেশে এসে বাবার নাম পরিবর্তন করে ভোটার তালিকায় থেকে গিয়েছে, তা দূর করা প্রয়োজন। তিনি আরও দাবি করেন, কমবেশি প্রতিটি বুথেই ৩০ থেকে ৫০ জন মৃত ভোট রয়েছে, যাদের নাম গণতন্ত্রের পরিচ্ছন্নতার জন্য বাতিল করা দরকার। সবশেষে শুভেন্দু বলেন, “একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ভোটার তালিকাই হল গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ।”

No comments