Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অবশেষে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানায় ঢোকাতে সফল হল দৈত্যাকৃতি অক্সিডাইজার যন্ত্র

অত্যন্ত সাবধানতার সাথে যন্ত্র গুলি কারখানায় পৌঁছানো হলো ।হলদিয়া শহরের রাস্তায় দৈত্যাকৃতি ট্রাক বোঝাই অক্সিডাইজার যন্ত্রাংশ পার করতে তোড়জোড় ।হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ফেনল কারখানা তৈরির জন্য শিল্পশহর হলদিয়াতে এলো অক্সিডাইজ…

 


অত্যন্ত সাবধানতার সাথে যন্ত্র গুলি কারখানায় পৌঁছানো হলো ।হলদিয়া শহরের রাস্তায় দৈত্যাকৃতি ট্রাক বোঝাই অক্সিডাইজার যন্ত্রাংশ পার করতে তোড়জোড় ।হলদিয়া পেট্রোকেমিক্যালস এর ফেনল কারখানা তৈরির জন্য শিল্পশহর হলদিয়াতে এলো অক্সিডাইজার যন্ত্র ।৫৫০০ কোটি টাকার প্রকল্পে আগামী ২০২৬-এ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে । এইচপিএলে ফেনোল ও এসিটোন তৈরির জন্য দানবাকৃতির অক্সিডাইজার মেশিন এসেছে ।হলদিয়া বন্দর থেকে রাণীচক হয়ে এইচ পি এর লিংক রোড বরাবর কারখানায় নিয়ে যেতে তোড়জোড় চলছে ।গত মঙ্গলবার হলদিয়া বন্দরে পাঁচটি ওভার ডাইমেনশনাল অক্সিডাইজার কার্গো এসেছিল ।অক্সিডাইজার গুলি জাহাজে করে প্রথমে স্যান্ডহেড এ্যাঙ্কারেযে আনা হয়।জলপথে ভেসেলে করে হলদিয়া বন্দরের বিশেষ বার্থে আনা হয় ।অক্সিডাইজার যন্ত্রগুলির উচ্চতা দশ মিটার ,লম্বা ৬৩ মিটার ,চওড়া ৮ মিটার ,ওজন ৩৪৭ মেট্রিক টন ।এই অক্সিডাইজার লো প্রেসার রিয়েক্টার ফেনল তৈরিতে কাজে লাগে ।এবার হলদিয়া বন্দর থেকে সড়কপথে ৫ কিমি দূরে হলদিয়া পেট্রো ক্যামিকেলস কারখানা । সড়কপথে দৈত্যাকৃতির অক্সিডাইজার মেশিন গুলি নিয়ে যেতে তোড়জোড় ।রাস্তা জুড়ে চলছে পরিবহন দপ্তরের দক্ষযজ্ঞ ।দিনের পাশাপাশি রাতে হ্যালোজেন জ্বালিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে ।পাঁচটি ক্রেন লাগিয়ে রাস্তা খোড়ার কাজ চলছে ।কোথাও কোথাও রাস্তা ওভারেডের তার সরানো হচ্ছে ।আজ বৃহস্পতিবার অক্সিডাইজার মেশিনগুলি হলদিয়া পেট্রো ক্যামিকেল কারখানায় ঢোকার কাজ সফল হয়েছে ।হলদিয়া পেট্রো কেমিক্যাল সূত্রে জানা যায় , গতবছর হলদিয়া পেট্রোকেমিক্যালস ও আমেরিকার একটি সংস্থার লু মাস টেকনোলজির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । উৎপাদন বাড়ানোর জন্য আমেরিকা থেকে নতুন প্রযুক্তি আনা হয়েছে ।নতুন টেকনোলজিতে কারখানাটা চালু করলে উৎপাদন ক্ষমতা হলদিয়া পেট্রোকেমিক্যালসের অনেক বেড়ে যাবে ।নতুন প্ল্যানটি অ্যাসিটোন ও ফেনল উৎপন্ন হবে ।

No comments