Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

যাত্রীর টাকা, ব্যাগ ভর্তি গহনা,মোবাইল , জিনিসপত্র ফিরিয়ে দিলেন মহিষাদলের টোটো চালক

যাত্রী নামিয়ে ফেরার পথে টোটোতে দেখেন পড়ে রয়েছে একটি ব্যাগ। সততার নজির রাখলেন মহিষাদলের বাসিন্দা টোটো চালক সুকুমার সামন্ত। মঙ্গলবার সকালে টোটো চালক সুকুমার সামন্ত এক দম্পতিকে মহিষাদলের সিনেমা মোড় থেকে দ্বাড়িবেডড়িয়া নিয়ে যা…

 


যাত্রী নামিয়ে ফেরার পথে টোটোতে দেখেন পড়ে রয়েছে একটি ব্যাগ। সততার নজির রাখলেন মহিষাদলের বাসিন্দা টোটো চালক সুকুমার সামন্ত। মঙ্গলবার সকালে টোটো চালক সুকুমার সামন্ত এক দম্পতিকে মহিষাদলের সিনেমা মোড় থেকে দ্বাড়িবেডড়িয়া নিয়ে যান। টোটো থেকে নেমে যাওয়ার সময় তাঁরা ভুল করে ফেলে যান ব্যাগ, মোবাইল। যাত্রীদের ছেড়ে মহিষাদলে ফেরার পথে তিনি ওই ব্যাগ দেখতে পান। সেই ব্যাগ নিজের দায়িত্বে রাখেন তিনি। এর পর মহিষাদল পুলিশের মধ্যস্থতায় প্রকৃত মালিকের হাতে মোবাইল-সহ লক্ষাধিক টাকার গহনা ও নগদ অর্থ ফিরিয়ে দেন। অন্যের হারানো নগদ অর্থসহ লক্ষাধিক টাকার জিনিস ফিরিয়ে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন খেটে খাওয়া বছর পঞ্চাশের সুকুমার সামন্ত। তাঁর এই কাজে প্রশংসা করছে পুলিশও।হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খুশি দম্পতি ।আজকের দিনে দাঁড়িয়ে এমন সততা দেখি অবাক এলাকাবাসীরা ।টোটো চালক সুকুমার সামন্তকে সম্বর্ধনা দেওয়া হবে বলে প্রশাসন সত্যে জানা যায় ।

No comments