Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পথচারীরা সাবধান ,হলদিয়া NHরোড বুধবার সন্ধ্যা থেকে জ্যাম তৈরি হবে

হলদিয়া ব্রজলালচক মোড়ে (NH-116)গেট অফ হলদিয়ার স্ট্যাচু সংস্কারের কাজ শুরু হবে আগামী বুধবার সন্ধ্যে আটটায় ।পথচারীদের উদ্দেশ্যে জানাই আগামী বুধবার সন্ধ্যায় হলদিয়া ব্রজলালচক মোড়ে দীর্ঘক্ষণ যানজট তৈরি হবে ।ব্রজলালচক মোড়ে থেকে …

 


হলদিয়া ব্রজলালচক মোড়ে (NH-116)গেট অফ হলদিয়ার স্ট্যাচু সংস্কারের কাজ শুরু হবে আগামী বুধবার সন্ধ্যে আটটায় ।পথচারীদের উদ্দেশ্যে জানাই আগামী বুধবার সন্ধ্যায় হলদিয়া ব্রজলালচক মোড়ে দীর্ঘক্ষণ যানজট তৈরি হবে ।ব্রজলালচক মোড়ে থেকে ২০০ মিটার উত্তর দিকে এই গেটটি অবস্থিত ।তাই ব্রজলালচক মোড়ের (NH-116) ঠিক আগে এই জ্যাম তৈরি হবে ।হলদিয়া উন্নয়ন পর্ষদ এই গেটটি মেরামত করবে । এই মর্মে হলদিয়া উন্নয়ন পর্ষদ একটি নির্দেশিকা জারি করেছে ।আগামী বুধবার সন্ধ্যে ৮টা থেকে বৃহস্পতিবার ও সকাল ৬টা পর্যন্ত হলদিয়া ব্রজলালচক মোড়ে গেট অফ হলদিয়ার স্ট্যাচু মেরামতের কাজ চলবে । তাই রাস্তার পথচারী ,বাস চালক,লরি চালকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে ,ওই নির্দিষ্ট সময়ের জন্য অন্যরুট থেকে যাতায়াত করার ।বিশেষত কাপাসএরিয়া মোড় থেকে তেরোপেখিয়া মোড় হয়ে চৈতন্যপুর মোড় থেকে ব্রজলালচক মোড়ে ওঠা যাবে ।* ব্রজলালচকে অবস্থিত হলদিয়া গেটের সংস্কারের কাজের জন্য আগামী ৩ সেপ্টেম্বর রাত আটটা থেকে ৪ সেপ্টেম্বর ভোর ছটা পর্যন্ত ১১৬ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করা হবে। এই উদ্দেশ্যে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হলদিয়া থেকে মেচেদা যেতে হলে ব্রজলালচকে গিয়ে চৈতন্যপুর হয়ে রাজ্য সড়ক ধরে যেতে হবে। একইভাবে হলদিয়া আসতে হবে। ব্রজলালচক থেকে কাপাসবেড়িয়া মোড় পর্যন্ত এই পথে যান নিয়ন্ত্রণ করা হবে।

No comments