Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট দক্ষিণবঙ্গ জুড়ে শুরু করলো তাণ্ডব

সোমবার রাত ১১ঃ০০ টার পর থেকে মঙ্গলবার সকাল ন'টা পর্যন্ত লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে । গভীর নিম্নচাপ হওয়ার জন্য বুক কাঁপানো আবহাওয়ার খবর । একদিকে গরম আবহাওয়া উপর অন্য দিক থেকে বয়ে আসছে ঠান্ডা আবহাওয়া ।গরম ঠান্ডা আব…

 


সোমবার রাত ১১ঃ০০ টার পর থেকে মঙ্গলবার সকাল ন'টা পর্যন্ত লাগাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে । গভীর নিম্নচাপ হওয়ার জন্য বুক কাঁপানো আবহাওয়ার খবর । একদিকে গরম আবহাওয়া উপর অন্য দিক থেকে বয়ে আসছে ঠান্ডা আবহাওয়া ।গরম ঠান্ডা আবহাওয়ার সংযোগস্থলে তৈরি হতে পারে সংঘাত ।বঙ্গোপসাগরের পুকলি উষ্ণ আবহাওয়ার সাথে পশ্চিম দিক থেকে আসার শীতল আবহাওয়া সংযোগস্থলে তৈরি হবে শক্তিশালী উলম্ব মেঘ বা কিউমূলনিশ্বাস । এর ফলে সারা রাত ধরে বজ্রপাতের পরিমাণ বাড়বে ।বজ্রপাতের সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর ।বজ্রপাত আবহাওয়া দেখার জন্য দামিনী অ্যাপ দেখার পরামর্শ ।এই অ্যাপস থেকে আগাম বজ্রপাতের খবর পাওয়া যায় ।বিদ্যুৎ পোস্টের নিচে কিংবা ঘরের বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা রয়েছে ।দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা জুড়ে বজ্রপাত চলবে আগামী সকাল ন'টা পর্যন্ত ।

No comments