Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে সবুজ ঝড়,ধরাশায়ী গেরুয়া শিবির

সবয়ায় সমিতির নির্বাচনে সবুজ সুনামী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার রাজ্যের শাসকদলের মনোনীত প্রতিনিধিরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাক…

 


সবয়ায় সমিতির নির্বাচনে সবুজ সুনামী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার রাজ্যের শাসকদলের মনোনীত প্রতিনিধিরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকা সত্বেও সমবায় সমিতির নির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল। সমবায় সূত্রের খবর, ৫৩টি আসনের মধ্যে ৩৮টি আসন পায় তৃণমূল। মাত্র ১৫টি আসনে পায় বিজেপি। মোট ভোটার ১৩১৫ । সকাল থেকে জুনপুট উপকূল থানার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে টান টান উত্তেজনায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোটের ফলাফলের পর তৃণমূলের প্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হওয়ার পরে কাঁথি ১ ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে এদিন সন্ধ্যায় সবুজ আবির মেখে ও মিষ্টি মুখও করে বিজয় উৎসবে মাতলো তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা। কাঁথি ১ ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেল জানিয়েছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জিতবো। মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিজেপি এখানে হারবে বলে দাবি করেন দাপুটে তৃণমূল নেতা আমিন সোহেল। বিজেপির পক্ষ থেকে দাবি করেন তাঁতি এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল ৫৩ টি আমরা পেয়েছি ১৬টি তবে এই সমবায় সমিতি যারা মেম্বার হয়েছে সব বেশিরভাগ তৃণমূলকে করিয়েছে বিজেপি কে মেম্বারশিপ দেয়নি, তবেও আমরা এই প্রথম লড়াই করে এই আসন পেয়েছি আগামী দিনে আমরা এই সমবায় সমিতি দখল নিব।

No comments