এসএসসি-র পরীক্ষা ঘিরে রাজ্যের পাশাপাশি জেলায় একের পর এক কেন্দ্রে কড়া নিরাপত্তা। কারণ, এই পরীক্ষা শুধুই লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদেরই নয়। ২০১৬ সালের প্যানেলে লেগে রয়েছে দুর্নীতির দাগ। যা মুছে ফেলতেই নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দ…
ইতিমধ্যেই এসএসসি তরফে একটি চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামিকাল পরীক্ষা। তাই জেলার প্রতিটি কেন্দ্রেই পৌঁছে গিয়েছে, সেই দাগিদের নাম। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, কোনও দাগি যেন পরীক্ষা না দিতে পারে। সেই কথা মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নাম যাচাইয়ে কড়া নজরদারি। দেখা হবে সচিত্র পরিচয়পত্র ও Admit কার্ড।
আর এই আগের বাতিল প্যানেল ও বর্তমানে তৈরি হওয়া প্যানেলের সময়ের ব্যবধান ৯'বছর। সুতরাং, নিরাপত্তা নিয়ে তৎপরতা তো থাকবেই।করা নিরাপত্তা নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ।
দু’টি স্তরে পরীক্ষা হতে চলেছে। প্রথমটি রবিবার অর্থাৎ ৭ তারিখ। দ্বিতীয়টি, একেবারে ১৪ তারিখ। আর এই দুই পরীক্ষার জন্য পূর্ব মেদিনীপুরে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র মোট ৩৫টি। যার মধ্যে তমলুক মহকুমায় রয়েছে ১৬টি, কাঁথিত ৯টি, এগরায় ৫টি এবং হলদিয়ায় ৫টি। পরীক্ষা দিতে চলেছেন মোট ৪০ হাজার ৪০০ জন পরীক্ষার্থী। প্রথম রবিবার পরীক্ষা দেবেন ২১ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এবং আগামী ১৪ তারিখ পরীক্ষা দেবেন ১৯ হাজার ১৪৫ জন।মোতায়েন থাকবে ৭০০ থেকে ৮০০ পুলিশ। যাদের বেশির ভাগ জনই আবার ইন্সপেক্টর পদমর্যাদার। পরীক্ষা চলাকালীন এবং আগে-পরে জেলার মধ্য়ে আইনশৃঙ্খলা যেন বজায় থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন ম্যাজিস্ট্রেটরা। এছাড়াও, নজর রাখা হয়েছে যানজট নিয়ন্ত্রণের উপর। খবর গিয়েছে, আরটিও-গুলিতেও। সর্বক্ষণ তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম।

No comments