স্বজনের উদ্যোগে ৪ দিন ব্যাপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম উৎসবের সমাপ্তি হলো বুধবার স্বজনের উদ্যোগে চারদিন ব্যাপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্ম উৎসবের শেষ দিনে চারা গাছ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই উপহার দেওয়া…
স্বজনের উদ্যোগে ৪ দিন ব্যাপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম উৎসবের সমাপ্তি হলো বুধবার স্বজনের উদ্যোগে চারদিন ব্যাপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্ম উৎসবের শেষ দিনে চারা গাছ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই উপহার দেওয়া হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি জয় চট্টোপাধ্যায় কে বিশেষ সম্মাননা প্রদান করেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি তে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন খড়দহ রামকৃষ্ণ মিশনের অধ্যাপক নিখিলেশ চট্টোপাধ্যায় । জয় চট্টোপাধ্যায় কে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান এক নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রনব সামন্ত , কবি মাহফুজ রহমান মিদ্দে, বিশিষ্ট সমাজসেবী হাসান আলী, চিত্রশিল্পী সৈকত খাঁড়া ও প্রমুখ।স্বজনের সভাপতি প্রসূন কুমার মিত্র বলেন এই চারদিন যারা উপস্থিত ছিলেন প্রত্যেক কে অভিনন্দন জানাই। যারা আসতে পারেন নি তাদের প্রতি রহিল ভালবাসা।
স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন ,আগামী ১৮ ই জানুয়ারি ২০২৬ কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্ম বার্ষিকী পালন করা হবে। আগামী বছর নতুন কিছু কর্মসূচি নিয়ে ১৫০ তম জন্ম বর্ষ শেষ করা হবে। এই কর্মসূচি সারা বছর জুড়ে চলবে। এই পবিত্র বাসভবনে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা র অনুষ্ঠান করা হবে।

No comments