Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পিছাবনী ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ দিঘী পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনায় মৃত

ভর সন্ধ্যায় বাইক ও বাসের সংঘর্ষে, মৃত্যু ১ এক বাইক আরোহীর*।পূর্ব মেদিনীপুরের কাঁথির অদূরবর্তী পিছাবনী ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ দিঘী পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- "গঙ্গা…

 


ভর সন্ধ্যায় বাইক ও বাসের সংঘর্ষে, মৃত্যু ১ এক বাইক আরোহীর*।পূর্ব মেদিনীপুরের কাঁথির অদূরবর্তী পিছাবনী ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ দিঘী পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- "গঙ্গারাম" নামের একটি বাস কাঁথি থেকে দিঘার দিকে যাচ্ছিল, সেই সময় দীঘা রাস্তায় কাঁথি গামী একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছিটকে পরে বাইকটি। দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসটি। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ওই বাইক আরোহী কে উদ্ধার করে, খবর দেয় কাঁথি থানায়। স্থানীয় সূত্রে জানা গেছে - নিহত ব্যক্তির নাম কৃষ্ণেন্দু মাইতি, বাড়ি রামনগর বিধানসভার কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার লচ্ছিন্দপুর। দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ, ভেঙ্গে যাওয়া বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যাক্তিটি মারা গেছে।

No comments