ছাত্রছাত্রীরা দৈহিক ও মানসিকভাবে শক্তিশালী হবার উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ ।জাতীয় ক্রীড়া দিবস উদযাপন অনুষ্ঠানে পড়ুয়াদের শপথ বাক্য পাঠ করানো হয় । বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর পক্ষ থেকে শুক্রবার ব্রজলালচক পা…
ছাত্রছাত্রীরা দৈহিক ও মানসিকভাবে শক্তিশালী হবার উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ ।জাতীয় ক্রীড়া দিবস উদযাপন অনুষ্ঠানে পড়ুয়াদের শপথ বাক্য পাঠ করানো হয় । বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর পক্ষ থেকে শুক্রবার ব্রজলালচক পাবলিক স্কুল এ জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। এই দিনের প্রাসঙ্গিকতা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক কর্ম কুমার ঘোড়াই, যোগা প্রশিক্ষক সুব্রত কালসা, পিটি শিক্ষক পরিমল সামন্ত,সহশিক্ষক অনুপ কুমার দোলাই ,প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ও অন্যান্যরা ।আবহাওয়া খারাপ থাকার জন্য বিদ্যালয় এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়।শেষে সফল ছাত্রছাত্রীদের মেমেন্টো প্রদান করা হয় এবং সকল ছাত্র ছাত্রীদের জন্য চকলেট এর ব্যবস্থা করা হয়।

No comments