Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কাকটিয়া বাজারে বিশাল প্রতিবাদ মিছিল পঞ্চায়েত সমিতির সভাপতি এর কুশপুত্তলিকা পোড়ানো

শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৩০,--BJP -16--CPM -01মোট=17 জন নিয়ে BJP শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আসে। তা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থের বিনিময়ে তৃনমূলে গত ১৪ ই আগস্ট যোগদান করেন।এমনটাই অভিয…

 


শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৩০,--BJP -16--CPM -01

মোট=17 জন নিয়ে BJP শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আসে। তা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থের বিনিময়ে তৃনমূলে গত ১৪ ই আগস্ট যোগদান করেন।এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের । তারই পরিপ্রেক্ষিতে BJP এর সকল সদস্য ও সদস্যাদের পাশাপাশি BJP দলের ত্রিস্তরীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা কাকটিয়া বাজারে বিশাল প্রতিবাদ মিছিল করেন।

মিছিল শেষে পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক (মাইতি) এর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সভা থেকে সঙ্গীতার পদত্যাগ দাবী করা হয়। এবং সভাপতির দল পরিবর্তনের জন্য সভাপতির সদস্যপদ খারিজ করার দাবীতে আগামী সোমবার প্রেসক্রাইব অথরিটি বিধায় তমলুক মহকুমা শাসকের কাছে BJP=15 + CPM =1 অর্থাৎ মোট=16 জন সদস্য একত্রে আইন মেনে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বামদেব গুছাইত।

No comments