প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক, আশ্রম পরিচালিত স্নেহা ছায়া শিশু আবাসের আবাসিক, পাঁউশী খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী অভিভাবকগণ, আশ্রম পরিচালিত ক্রেচের…
প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক, আশ্রম পরিচালিত স্নেহা ছায়া শিশু আবাসের আবাসিক, পাঁউশী খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী অভিভাবকগণ, আশ্রম পরিচালিত ক্রেচের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকা গন প্রায় ৯০০ জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ৭৯ তম স্বাধীনতা দিবস শ্রদ্ধার সঙ্গে উদযাপিত করল। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন ৯২ বয়সের বয়জ্যেষ্ঠ শ্রী শ্রীদেব আচার্য মহাশয় তৎসহ আশ্রমের কর্ণধার বলরাম করন। স্বাধীনতা দিবসের মাহাত্ম্য এবং ইতিহাস শিশুদের কাছে তুলে ধরেন শ্রীদেব আচার্য মহাশয়। প্রথম স্বাধীনতা দিবসে তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। তৎকালীন তার জানিত ইতিহাস সকলের সামনে তুলে ধরেন। প্রভাত ফেরীতে উপস্থিত সকলে আশ্রম এসে উপস্থিত হয়। সেখানে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে দেশাত্মবোধক গান নাচ দিয়ে ভরিয়ে তোলে শিশুরা এবং আশ্রমে আগত কিছু শুভাকাঙ্ক্ষী। প্রতিবছর আশ্রম তার প্রত্যেকটি ইউনিক যেমন বীরভূম, বর্ধমান, মান্দারমনি এবং কলকাতা প্রত্যেকটি জায়গায় পতাকা উত্তোলন করে থাকে। এ বছর উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং আশ্রমে কর্মরত সমস্ত কর্মী এবং যুক্ত কর্মী বীরভূমের সকল ছাত্র-ছাত্রী এবং কর্মীদেরকে বর্ষার রেনকোট উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

No comments