সংবাদদাতা দীপক পন্ডা:- সাপের ভয় কাটাতে সাপ নিয়ে আলোচনা সভায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্যতম স্নেকম্যান নকুল ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে সাপ নিয়ে সচেতনতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও স্কুলে ছাত্রছাত্রীদের সচেতন করলো ।গত …
সংবাদদাতা দীপক পন্ডা:- সাপের ভয় কাটাতে সাপ নিয়ে আলোচনা সভায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্যতম স্নেকম্যান নকুল ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে সাপ নিয়ে সচেতনতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও স্কুলে ছাত্রছাত্রীদের সচেতন করলো ।গত ২৬ শে জুলাই ছিলাম দক্ষিণ ২৪ জেলার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষভাবে সাপ নিয়ে একটি সচেতনতা শিবির ক্লাস নেয় স্নেক ম্যান নকল ঘাঁটি । স্কুলের ছাত্র সংখ্যা ৫ হাজারের বেশি।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল মিটিং থাকার জন্য ওই স্কুলে পৌঁছান নকুল ঘাঁটি । মিটিং এর সুবাদে সেখানে সাপ নিয়ে আলোচনা সভার আয়োজনে স্কুলের বহু ছাত্র-ছাত্রী বেজায় খুশি ।স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী প্রথমে ভীত সন্ত্রস্ত হলেও পরে তাদের মনে সাহস জাগায় ।

No comments