Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার দুর্গাচকে জয়নগর হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরে "স্বয়ংসিদ্ধা" শীর্ষক অনুষ্ঠান

জয়নগর হাইস্কুলে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস বুধবার । মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। হলদিয়ার দুর্গাচকে জয়নগর হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরে "…

 


জয়নগর হাইস্কুলে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস বুধবার । মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। হলদিয়ার দুর্গাচকে জয়নগর হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবিরে "স্বয়ংসিদ্ধা" শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । হলদিয়া দুর্গাচক থানার উদ্যোগে জয়নগর স্কুলে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলার ভারপ্রাপ্ত আধিকারিক ,এসডিপিও অরিন্দম অধিকারী ,দুর্গাচক থানার ভারপ্রাপ্ত আধিকারিক ,এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিক,জয়নগর হাইস্কুলের প্রধান শিক্ষক নিখিল সাহু ,অন্যান্য শিক্ষক মন্ডলী । জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে বিশ্ব মানবপাচার-বিরোধী দিবস পালন শুরু হয়। এই দিবসের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা, শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয়।বিশেষজ্ঞরা মনে করেন, মানব পাচার রোধে শুধু আইনি কাঠামো যথেষ্ট নয়— প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা। মানব পাচার একটি গুরুতর সামাজিক সমস্যা। বিশেষ করে দরিদ্র, শিক্ষাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী এ অপরাধের সবচেয়ে বড় শিকার। চাকরি বা উন্নত জীবনের প্রলোভনে প্রতারণার শিকার হয়ে অনেকেই দেশের বাইরে গিয়ে নিপীড়ন, দাসত্ব, যৌন নির্যাতন কিংবা অমানবিক শ্রমে বাধ্য হচ্ছেন।এই ধরনের সচেতনতা শিবির পেয়ে জয়নগর হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা খুশি ।হলদিয়া এসডিপিও বলেন, এ বছরের প্রতিপাদ্য— ‘সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার।’

No comments