হলদিয়ার দুর্গাচকে হোটেলে ভয়াবহ আগুন লাগলেও ,পুলিশের হস্তক্ষেপে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসে ।হলদিয়ার দুর্গাচকে আগুন লাগলো চারতলা বিশিষ্ট আনন্দ হোটেলে । চারতলা বিশিষ্ট হোটেলের ছাদেই বিকেলে আগুন লাগে ।আগুনে পুড়ে গেল হোটেলের …
হলদিয়ার দুর্গাচকে হোটেলে ভয়াবহ আগুন লাগলেও ,পুলিশের হস্তক্ষেপে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসে ।হলদিয়ার দুর্গাচকে আগুন লাগলো চারতলা বিশিষ্ট আনন্দ হোটেলে । চারতলা বিশিষ্ট হোটেলের ছাদেই বিকেলে আগুন লাগে ।আগুনে পুড়ে গেল হোটেলের ছাদের মন্দির ।হলদিয়া এসডিপিও অফিসের ঢিল ছড়া দূরত্বে আগুন ,SDPO তদারকিতে প্রাণহানির কোন খবর নেই ।
স্থানীয় সূত্রে জানা যায় ,হোটেলের ছাদে আগুন দেখে তৎক্ষণাৎ ছুটে আসেন হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী ।দমকল দপ্তরের খবর দেন ।এসডিপিও সাহেব নিজেই চারতলায় আগুন নেভাতে উঠে যান ।স্থানীয় এলাকার মানুষজনকে নিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ।কিছু সময়ের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । সঙ্গে সঙ্গে পুলিশের হস্তক্ষেপে আগুন সেভাবে ভয়াবহ চেহারা নিতে পারেনি ।হোটেলের ছাদের মন্দিরটি কাঠের তৈরি করা ছিল ।প্রাথমিক তদন্তে জানা যায় কোন ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ।হলদিয়ার এসডিপিওর হস্তক্ষেপে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে সেভাবে বিশেষ কোনো ক্ষতি হয়নি ।

No comments