জয়নগর গ্রামীণ মেলা উদ্বোধন করলেন, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক INTTUC সভাপতি শিবনাথ সরকার। সন্ধ্যায় গ্রামীণ মেলা উদ্বোধনে এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ পাইক, হলদিয়া মহাকুমার জয়নগর…
জয়নগর গ্রামীণ মেলা উদ্বোধন করলেন, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক INTTUC সভাপতি শিবনাথ সরকার। সন্ধ্যায় গ্রামীণ মেলা উদ্বোধনে এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ পাইক, হলদিয়া মহাকুমার জয়নগর গ্রাম পঞ্চায়েতের অধীনে জয়নগর যুবগোষ্ঠী পরিচালনায় জয়নগর গ্রামীণ মেলার উদ্বোধন হলো। আগামী পাঁচ দিন ধরে চলবে এই গ্রামীণ মেলা।
প্রথম দিনেই বেশ কয়েকটি দোকান মেলায় বসেছে। ৫দিনের বেলায় রয়েছে নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। জীবনে মেলার গুরুত্ব অপরিসীম। মেলা হল মিলনক্ষেত্র সেই মিলন সংস্কৃতির আদান প্রদানের পীঠস্থান। সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে মেলার বিকল্প খুবই কম আছে। অর্থনৈতিক বাজারে মেলার বাণিজ্যিক দিক অস্বীকার করা যায় না।

No comments