Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

IOCএর পক্ষ থেকে আয়োজন করা হলো অফ্ সাইট মক্ ফায়ার ড্রিল

তমলুকের 20 নম্বর ওয়ার্ডে তমলুক স্টেশন সংলগ্ন মাঠে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে এদিন  এই  অফ্ সাইট মক্ ফায়ার ড্রিলের আয়োজন করা হয়। মূলত এই দিনের মক্ ড্রিল এর মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয় পাইপে কোন রকম ভাবে লিক …

 


তমলুকের 20 নম্বর ওয়ার্ডে তমলুক স্টেশন সংলগ্ন মাঠে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে এদিন  এই  অফ্ সাইট মক্ ফায়ার ড্রিলের আয়োজন করা হয়। মূলত এই দিনের মক্ ড্রিল এর মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয় পাইপে কোন রকম ভাবে লিক হলে বা কোন অসুবিধা দেখা দিলে কিভাবে দ্রুত সেই খবর  স্থানীয় থানা ফায়ার বিগেট সহ  ট্রোল ফ্রি নাম্বার এ ফোন করে জানানোর পর কর্তৃপক্ষের তরফ থেকে কিভাবে দ্রুততার সঙ্গে রিপেয়ারিং এর কাজ সম্পন্ন করা হবে সেই বিষয়ে দেখানো হয়। পাশাপাশি সেই সময় এলাকাবাসীরা কি কি সচেতনতা অবলম্বন করবেন সে বিষয়েও আলোকপাত করা হয়।

No comments