Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল এলাকায় ঈশ্বরদহ জালপাইতে ১৬ টিমের রাত্রীকালীন ফুটটেনিস প্রতিযোগীতায় দর্শকদের উদ্দীপনা

ঈশ্বরদহ জালপাই তাজ স্পোর্টিং ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের ১৬ টিমের রাত্রীকালিন ফুটটেনিস প্রতিযোগীতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী…

 


ঈশ্বরদহ জালপাই তাজ স্পোর্টিং ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের ১৬ টিমের রাত্রীকালিন ফুটটেনিস প্রতিযোগীতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অর্নব দেবনাথ, বাড়ত্তহিংলী অঞ্চলের প্রধান সেক ওহাব আলি,বিশিষ্ট সমাজসেবী সেক মুশিয়ার রহমান, পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সহ-সভাপতি প্রদীপ বক্সী ও কোষাধ্যক্ষ স্বপন হাজরা,এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন ক্লাবের সম্পাদক সৈয়দ আক্রম হোসেন।

No comments