Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল বিধানসভার অন্তর্গত ইটামগরা ১ (রমনী মোহন) অঞ্চলের কাঞ্চনপুর জালপাই এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

মহিষাদল বিধানসভার অন্তর্গত  ইটামগরা ১ (রমনী মোহন) অঞ্চলের কাঞ্চনপুর জালপাই এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তনুশ্রী দাস (সম্পা) বয়স ৩৫। আজ, ২০ মার্চ রবিবার বাড়ির পাশে একটি …

 


মহিষাদল বিধানসভার অন্তর্গত  ইটামগরা ১ (রমনী মোহন) অঞ্চলের কাঞ্চনপুর জালপাই এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তনুশ্রী দাস (সম্পা) বয়স ৩৫। আজ, ২০ মার্চ রবিবার বাড়ির পাশে একটি পুকুরে ওই মহিলার দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিসে খবর দেয়। দেহ উদ্ধার করে পুলিস থানায় নিয়ে এসেছে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ এঘটনা ঘটে। ওই মহিলাকে তাঁর স্বামী কাঠে বাটাম দিয়ে মাথায় সজোরে আঘাত করার পর মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। ওই মহিলার এক ছেলে ও শিশু কন্যা রয়েছে। দুপুর নাগাদ মহিলার স্বামী অমল দাস থানায় আত্মসমর্পণ করেছে।

No comments