Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার দুর্গাচকে বসন্ত উৎসবের ডালি নিয়ে হাজির ছায়াবীথি সঙ্গীত মহাবিদ্যালয়

শনিবার  বিকেলে শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়  সংগীত নিত্য আবৃত্তি ভরপুর বসন্ত উৎসব এর অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথিদের  মেলবন্ধনের সাথে সাথে একে অপরকে আবিরে রাগিয়ে দেয়।  ছায়াবীথি সঙ্গীত মহাবিদ্যালয় এর অধ্যক্ষা ছায…

 


শনিবার  বিকেলে শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়  সংগীত নিত্য আবৃত্তি ভরপুর বসন্ত উৎসব এর অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথিদের  মেলবন্ধনের সাথে সাথে একে অপরকে আবিরে রাগিয়ে দেয়। 

 ছায়াবীথি সঙ্গীত মহাবিদ্যালয় এর অধ্যক্ষা ছায়া বেরার আমন্ত্রনে বসন্তের সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,হলদিয়া  পৌরসভার পৌর পরিষদ স্বপন নস্কর, প্রদীপ দাস, সমাজসেবী কালিপদ ভূঁইয়া, শ্যামসুন্দর দাস,তাপস রায় অরুণ দাস অনুপ পাঁজা,  কনক  মিশ্র, মলয়  দলুই প্রমূখ। 

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বসন্ত উৎসব  প্রাণবন্ত  হয়ে উঠলো হলদিয়ার ক্ষুদিরাম মেলার মাঠ।ছায়াবীথি সঙ্গীত মহাবিদ্যালয় এর অন্যতম সাধন বেরার অনুপ্রেরণায় অধ্যাক্ষ ছায়া বেরার ঐকান্তিক প্রচেষ্টায় বসন্ত উৎসব এবারে অষ্টম বর্ষে পদার্পণ করল। সংগীতের সুরে ও ছন্দে, আবিরের স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠল বসন্ত উৎসব 2022। 

No comments