Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস চৈতন্যপুর এলাকায় উদযাপন

এনএস এস ইউনিট lV এর উদ্যোগে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করা হলো।ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কানুনগো লিখেছেন যে, ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার…

 


এনএস এস ইউনিট lV এর উদ্যোগে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করা হলো।ক্ষুদিরাম বসু সম্পর্কে হেমচন্দ্র কানুনগো লিখেছেন যে, ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করবার। তার স্বভাবে নেশার মতো অত্যন্ত প্রবল ছিল সৎসাহস। আর তার ছিল অন্যায় অত্যাচারের তীব্র অনুভূতি।উপস্থিত অতিথিরা বীর বিপ্লবীর সম্পর্কে বক্তব্য রাখেন।এরপর অতিথিরা শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন।এনএস এস ভলান্টিয়ার সহ প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরাও পুষ্পার্ঘ্য প্রদান করেন।

No comments