Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

গোয়েন্দা সংস্থায় JOB -মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ

মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয়...IB Security Job 2025 : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কলকাতা সহ একাধিক জায়গায় ৫ হাজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ IB …

 


মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয়...

IB Security Job 2025 : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কলকাতা সহ একাধিক জায়গায় ৫ হাজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 

IB Security Job 2025 : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কলকাতা সহ একাধিক জায়গায় ৫ হাজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ !



কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুবো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট /এক্সিকিউটিভ’ পদে, ৪,৯৮৭ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য: শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইন্টেলিজেন্সের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।


যে সেন্টারের (IB Security Job 2025) শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেখানের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। বয়স: বয়স হতে হবে ১৭-৮-২০২৫’র হিসাবে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে ২১,৭০০-৬৯,১০০ টাকা। শূন্যপদ: ৪,৯৮৭ টি।


কলকাতা (স্থানীয় ভাষা বাংলা, সিলেটি, নেপালি, ভুটানি, উর্দু, সান্তাড়, রোহিঙ্গা) ২৮০টি (জেনাঃ ১৩০, ও.বি.সি. ৮৫, তঃউঃজাঃ ৩৭, ই.ডব্লু.এস. ২৮)।


শিলিগুড়ি (স্থানীয় ভাষা বাংলা, সান্তাড়, নেপালি, রাজবংশী) ৩৯টি (জেনাঃ ১৮, ও.বি.সি. ৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস. ৪)।


পটনা (স্থানীয় ভাষা হিন্দি) ১৬৪টি (জেনাঃ ৭৭, ও.বি.সি. ৪৪, তঃজাঃ ২৬, তঃউঃজাঃ ১, ই.ডবু.এস. ১৬)।


রাঁচি (স্থানীয় ভাষা বাংলা, হিন্দি, ওড়িয়া, সাম্ভাড়, হো, মুন্ডারি, ওরাও, কুরুক, খড়িয়া, কুড়মালি) ৩৩টি (জেনাঃ ১৬, ও.বি.সি. ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৮, ই.ডব্লু.এস. ৩)।


শিলং (স্থানীয় ভাষা গাড়ো, হাজং) ৩৩টি (জেনাঃ ১৯, ও.বি.সি. ২, তঃউঃজাঃ ১, ই.ডবু.এস. ৩)।


আগরতলা (স্থানীয় ভাষা বাংলা, কাউক্র, কোকবরক, চাকমা, হালাম) ৬৭টি (জেনাঃ ২৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ২০, ই.ডবু.এস. ৭)।


ভুবনেশ্বর (স্থানীয় ভাষা ওড়িয়া) ৭৬টি (জেনাঃ ৩৪, ও.বি.সি. ৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ১৮, ই.ডব্লু.এস. ৮)।


গ্যাংটক (স্থানীয় ভাষা নেপালি, ভুটিয়া, লেপচা) ৩৩টি (জেনাঃ ১৬, ও.বি.সি. ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৬, ই.ডবু.এস. ৩)।


গুয়াহাটি (স্থানীয় ভাষা বাংলা, সিলেটি, অসমিয়া, বোরো, দিমাসা, কুকি, নেপালী, গাড়ো, সান্তাড়, রাজবংশী, মণিপুরি, খাসি) ১২৪টি (জেনাঃ ৬৩, ও.বি.সি. ২৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১৩, ই.ডবু.এস. ১২)।


এছাড়াও আরও যে সমস্ত জায়গায় নিয়োগ হচ্ছে : 


আহমেদাবাদ ৩০৭টি, আইজল ৫৩টি, আজমেঢ় ৭৪টি, বেঙ্গালউরু ২০৪টি, ভোপাল ৮৭টি, চণ্ডীগড় ৮৬টি, চেন্নাই ২৮৫টি, দেহরাদুন ৩৭টি, দিল্লি ১,১২৪টি, হায়দরাবাদ ১১৭টি, ইম্ফল ৩৯টি, ইটানগর ১৮০টি, জয়পুর ১৩০টি, জম্মু ৭৫টি, কালিম্পঙ ১৪টি, কোহিমা ৫৬টি, লে ৩৭টি, লখনউ ২২৯টি, মেরট ৪১টি, মুম্বই ২৬৬টি, নাগপুর ৩২টি, পানাজি ৪২টি, রায়পুর ২৮টি, সিমলা ৪০টি, শ্রীনগর ৫৮টি, ত্রিবান্দ্রম ৩৩৪টি, বারাণসী ৪৮টি, বিজয়ওয়াড়া ১১৫টি।


প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ৩টি টায়ারে পরীক্ষা হবে। টায়ার-।’এ ১০০ নম্বরের ১ ঘন্টারপরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের এইসব বিষয়ে: (১) জেনারেল অ্যাওয়ারনেস-২০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ২০টি প্রশ্ন, (৩) নিউমেরিক্যাল / অ্যানালিটিক্যাল /লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং-২০টি প্রশ্ন, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-২০টি প্রশ্ন, (৫) জেনারেলস্টাডিজ- ২০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরেরজন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।


টায়ার।’এ ১০০ নম্বরের মধ্যে জেনারেল কাস্টের প্রার্থীরা ৩০ নম্বর, ও.বি.সি.রা ২৮ নম্বর, তপশিলীজাতি ও তপশিলী উপজাতিরা ২৫ নম্বর, ই.ডব্লু.এস. প্রার্থীরা ৩০ নম্বর পেলে কোয়ালিফাই করতেপারবেন। মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে  টায়ার-।। পরীক্ষার জন্য ডাকা হবে।


টায়ার-।।’এ ডেসক্রিপ্টিভ টাইপের পার্টে ৫০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় ৫০০ শব্দের মধ্যে সংশ্লিষ্ট ভাষা (স্থানীয় ভাষা) থেকে ইংরিজিতে অনুবাদ করতে হবে। টায়ার । ও টায়ার-।।’ তে পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।


টায়ার-।।।-তে থাকবে ৫০ নম্বরের ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে, ২৬ জুলাই থেকে ১৭ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে: www.mha.gov.in, www.ncs.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।


তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ ও রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ ৫৫০ অর্থাৎ, মোট ৬৫০ (তপশিলী, মহিলা ও প্রাঃসঃকঃ হলে ৫৫০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিং কিংবা এস.বি.আই. চালানে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটেই পাবেন। আবেদন শুরু হবে ২৬ জুলাই এবং শেষ দিন ১৭ আগষ্ট ২০২৫।


এই ধরণের আরও কাজের খবরে নিয়মিত আপডেট থাকতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যোগ দিন Click Here


একঝলকে এই কাজে নিয়োগের বিস্তারিত তথ্য :


Job Description : SECURITY ASSISTANT/EXECUTIVE EXAMINATION-2025


Total Vacancy : 4987


Age Limit as on 17.8.25 : 27 yrs


Application Start Date : 26.07.2025


Apllication End Date : 17.08.2025


Official Notification : Click here for downlo

ad


Apply Online : Click here


Official Website : Click here

No comments