Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সবার জন্য বাড়ি,বাংলার বাড়ি প্রকল্পের অনুমতিপত্র তুলে দিল হলদিয়া পৌরসভা

বাংলার বাড়ি প্রকল্প যোজনার অর্থ দিয়ে হলদিয়া পৌরসভার বেশ কিছু মানুষের বাড়ি তৈরীর সুযোগ হল।মঙ্গলবার হলদিয়া পৌরসভার 500 উপভোক্তাকে নতুন বাড়ি তৈরির অনুমতিপত্র তুলে দিল হলদিয়া পৌরসভা।হলদিয়া পৌরসভার বেশ কিছু মানুষের বাড়ি তৈরীর…

 


বাংলার বাড়ি প্রকল্প যোজনার অর্থ দিয়ে হলদিয়া পৌরসভার বেশ কিছু মানুষের বাড়ি তৈরীর সুযোগ হল

।মঙ্গলবার হলদিয়া পৌরসভার 500 উপভোক্তাকে নতুন বাড়ি তৈরির অনুমতিপত্র তুলে দিল হলদিয়া পৌরসভা।হলদিয়া পৌরসভার বেশ কিছু মানুষের বাড়ি তৈরীর স্বপ্ন সার্থক হবে। মঙ্গলবার হলদিয়া পৌরসভার নজরুল আবাসন মঞ্চে বাংলার কল্পল অনুমতি পত্র তুলে দিল হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল।  বাড়ি তৈরীর প্রকল্পে প্রত্যেক উপভোক্তা 3 লক্ষ 68 হাজার টাকা করে পাবেন। নিয়ম অনুসারে কয়েকটি দফায় টাকা উপভোক্তা করতে পারবেন। 



দিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল বলেন, কোভিড মহামারী চলতে থাকায় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। উপভোক্তারা দফায় টাকা পাবে এবং পুরোদমে গরিব মানুষ বাড়ি তৈরি  শুরু করবে। প্রাথমিকভাবে 500 উপভোক্তা সুযোগ পেলেও, এর বাইরে আরও তিন হাজার মানুষের নাম নবান্নে পাঠানো হয়েছে। 

No comments